১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
sarjis alam

ইশরাককে সরাসরি সমালোচনা করলেন সারজিস আলম

সমাজকাল প্রতিবেদক :
বিএনপি নেতা ইশরাক হোসেনকে প্রকাশ্য সমালোচনার মুখে ফেলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে সারজিস বলেন, নগর ভবনের ‘ব্লকেড’ কর্মসূচির মাধ্যমে ইশরাক তাঁর কর্মীদের ব্যবহার করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অপমান ও গালিগালাজ করিয়েছেন, যা কখনোই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।

সারজিস লিখেছেন, “স্থানীয় কিছু কর্মীর মাধ্যমে ইশরাক ভাই আসিফ মাহমুদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছেন। এটা শুধু অগ্রহণযোগ্য নয়, বরং এ কাজের পরোক্ষ দায়ভারও তার ওপর বর্তায়।” তিনি আরও যোগ করেন, “বাবা-মা তুলে গালিগালাজ করানো কোনও সভ্য রাজনীতির অংশ হতে পারে না।”

তিনি বলেন, “আমি ইশরাক ভাইকে সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে চিনতাম। কিন্তু সাম্প্রতিক অবস্থান কর্মসূচিতে তাঁর যে ভূমিকায় আমরা তাঁকে দেখেছি, তা দুর্ভাগ্যজনক।”

সারজিস আলম তার পোস্টে ইশরাক হোসেনের জনপ্রিয়তা ও রাজনৈতিক সততা স্বীকার করলেও সতর্ক করে দেন যে, অবৈধ নির্বাচনে সাময়িক মেয়র হিসেবে ক্ষমতা গ্রহণ করলে সেটি তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটি ‘কালো দাগ’ হয়ে থাকবে।

তিনি বলেন, “বিএনপি বরাবরই বলে এসেছে বিগত তিনটি জাতীয় নির্বাচন একপাক্ষিক, অবৈধ ও প্রশ্নবিদ্ধ। তাহলে সেই নির্বাচনকে বৈধতা দেওয়া রাজনৈতিক অঙ্গীকারের পরিপন্থী।”

তাঁর মতে, জনপ্রিয়তার ভিত্তিতে ইশরাক নিজ যোগ্যতায় ভবিষ্যতে মাইলফলক অর্জন করতে পারেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি যেন জনগণের সমর্থনকে ‘অপরাধের বৈধতা উৎপাদনের হাতিয়ার’ হিসেবে ব্যবহার না করেন—এমন পরামর্শই দিয়েছেন এনসিপি নেতা সারজিস।

সংশ্লিষ্ট প্রতিবেদন:

নগর ভবনে ব্লকেড কর্মসূচি ইশরাক সমর্থকদের, নাগরিক ভোগান্তি চরমে

উপদেষ্টা আসিফ মাহমুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn