ইতিহাসের পাতা থেকে : ২৮ মে, এই দিনে নেপোলিয়নের সম্রাট হওয়া থেকে শুরু করে পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা, গোল্ডেন গেট ব্রিজের উদ্বোধন থেকে আজারবাইজানের স্বাধীনতা—জানুন ২৮ মে’র উল্লেখযোগ্য ঘটনাসমূহ।
সমাজকাল ডেস্ক:
২৮ মে গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ১৪৮তম দিন (অধিবর্ষে ১৪৯তম)। বছর শেষ হতে বাকি ২১৭ দিন। ইতিহাসে এই দিনটিতে ঘটেছে নানা গুরুত্বপূর্ণ ঘটনা, রচিত হয়েছে রাষ্ট্র গঠনের ইতিহাস, প্রযুক্তি ও রাজনীতিতে শুরু হয়েছে নতুন অধ্যায়।
উল্লেখযোগ্য ঘটনাবলি:
১৭৪২ – লন্ডনে প্রথম ইনডোর সুইমিং পুল চালু হয়, যা আধুনিক বিনোদন সুবিধার পথপ্রদর্শক হিসেবে বিবেচিত।
১৮০৪ – নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফ্রান্সের সম্রাট হিসেবে ঘোষণা করেন। এই ঘোষণার মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের অবসান এবং সাম্রাজ্যবাদের নতুন যাত্রা শুরু হয়।
১৮৭১ – ফরাসি শ্রমিক বিপ্লব ‘প্যারি কমিউন’-এর পতন ঘটে। এটি আধুনিক সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।
১৯১৮ – আজারবাইজান ও আর্মেনিয়া স্বাধীনতা ঘোষণা করে, যা দক্ষিণ ককেশাস অঞ্চলে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার সূচনা করে।
১৯১৯ – ভার্সাই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। তবে এই চুক্তি ভবিষ্যতের ভূরাজনৈতিক সংকটের বীজ বপন করে।
১৯৩৭ – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট একটি বৈদ্যুতিক সুইচ টিপে ক্যালিফোর্নিয়ার গোল্ডেন গেট ব্রিজ উদ্বোধন করেন—যা আজও স্থাপত্য বিস্ময়ের নিদর্শন।
১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মান বাহিনীর কাছে বেলজিয়াম আত্মসমর্পণ করে।
১৯৫২ – গ্রিসের নারীরা ভোটাধিকার অর্জন করে। এটি ইউরোপীয় নারী অধিকার আন্দোলনের এক গুরুত্বপূর্ণ বিজয়।
১৯৬৪ – নয়াদিল্লিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
১৯৬৪ – ঐ দিনই ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও) গঠিত হয়, যা মধ্যপ্রাচ্য সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় পরবর্তী সময়ে।
১৯৮৭ – জার্মান অ্যামেচার পাইলট ম্যাথু রাস্ট একটি ছোট বিমান নিয়ে ক্রেমলিনের রেড স্কয়ারে অবতরণ করেন, যা সোভিয়েত নিরাপত্তা ব্যবস্থার গুরুতর দুর্বলতা প্রকাশ করে।
১৯৯১ – ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় বিদ্রোহীরা প্রবেশ করে, ১৭ বছরের মার্ক্সবাদী শাসনের অবসান ঘটে।
১৯৯৫ – রাশিয়ার নেস্তেগস্কর শহরে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২,০০০ মানুষ প্রাণ হারায়।
১৯৯৬ – ভারতের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সরকার পতনের পর এইচ. ডি. দেবেগৌড়া নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৯৮ – পাকিস্তান একসাথে ৫টি পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করার ঘোষণা দেয়। এই ঘটনার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার শুরু হয়।
২০১০ – জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় ট্রেন লাইনচ্যুত হলে অন্তত ১৪১ জন নিহত হয়। এটি ভারতের সাম্প্রতিক রেল দুর্ঘটনাগুলোর মধ্যে অন্যতম প্রাণঘাতী ঘটনা।
২০২৩ – ভারতের রাজধানী নয়াদিল্লিতে নতুন সংসদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন।