১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ইতিহাসের পাতা

ইতিহাসের পাতা থেকে | ২৭ মে

সমাজকাল ডেস্ক:

ইতিহাসের পাতা থেকে | ২৭ মে গ্রেগরীয় পঞ্জিকা অনুসারে এটি বছরের ১৪৭তম দিন (অধিবর্ষে ১৪৮তম)। বছর শেষ হতে বাকি আরও ২১৮ দিন। ইতিহাসের পাতায় এই দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা ও পরিবর্তনের সাক্ষী। রাজনীতি, বিজ্ঞান, সংস্কৃতি ও আন্তর্জাতিক সম্পর্কের অঙ্গনে এই তারিখে ঘটেছে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা, যা বদলে দিয়েছে অনেক জাতির ভবিষ্যৎ পথচলা।

ঐতিহাসিক ঘটনাবলি এক নজরে:

১৬৭৯ – হ্যাভিয়াস কর্পাস আইন প্রবর্তন (ইংল্যান্ড):
ব্রিটিশ পার্লামেন্টে এই দিনে পাস হয় ‘Habeas Corpus Act’, যা নাগরিকদের ব্যক্তিস্বাধীনতা ও বিচারিক সুরক্ষার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ আইনি দলিল। এর মাধ্যমে যেকোনো ব্যক্তিকে বিনা অভিযোগে আটক রাখা কঠিন হয়ে পড়ে।

১৭০৩ – সেন্ট পিটার্সবার্গ শহরের প্রতিষ্ঠা:
রাশিয়ার জার পিটার দি গ্রেট কৌশলগত ও অর্থনৈতিক কারণে নেভা নদীর তীরে সেন্ট পিটার্সবার্গ শহর প্রতিষ্ঠা করেন। এই শহর পরে দীর্ঘ সময় রাশিয়ার রাজধানী ছিল এবং আজও রুশ সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত।

১৭৬৭ – কলকাতায় প্রথম প্রটেস্টান্ট গির্জার নির্মাণ:
ব্রিটিশ শাসনের অধীনে ভারতবর্ষে খ্রিস্টধর্ম প্রচারের অংশ হিসেবে কলকাতায় নির্মিত হয় প্রথম প্রটেস্টান্ট গির্জা, যা সেই সময়ে ধর্মীয় ও উপনিবেশিক আগ্রাসনের প্রতীক হয়ে ওঠে।

১৮৩৭ – ফ্রান্স ও আবদুল ক্বাদেরের মধ্যে শান্তিচুক্তি:
আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামী নেতা আবদুল ক্বাদের ফরাসিদের সঙ্গে এক সাময়িক শান্তিচুক্তি স্বাক্ষর করেন। এই ঘটনা আলজেরিয়ার ঔপনিবেশিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পর্ব।

১৮৮৩ – আলেকজান্ডার তৃতীয় রাশিয়ার সিংহাসনে:
রাশিয়ার রাজপরিবারের উত্তরাধিকারসূত্রে আলেকজান্ডার তৃতীয় জার হিসেবে অভিষিক্ত হন। তাঁর শাসনকাল রক্ষণশীলতা ও রুশ জাতীয়তাবাদের উত্থানকে প্রতিনিধিত্ব করে।

১৯১৯ – রবীন্দ্রনাথের নাইট উপাধি প্রত্যাখ্যান:
জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইট উপাধি প্রত্যাখ্যান করে গভর্নর জেনারেল লর্ড চেমসফোর্ডকে চিঠি দেন। এটি ছিল উপনিবেশবিরোধী মনোভাবের সাহসী প্রকাশ।

১৯১৯ – এনসি-৪ বিমান আটলান্টিক পার করে:
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমান এনসি-৪ প্রথম সফলভাবে আটলান্টিক মহাসাগর পার হয়ে লিসবনে অবতরণ করে। এটি ছিল উড়োজাহাজ প্রযুক্তির ইতিহাসে এক যুগান্তকারী অর্জন।

১৯২৬ – রিফ বিদ্রোহের অবসান (মরোক্কো):
মরোক্কোর রিফ অঞ্চলের মুসলমানরা ফরাসি ও স্পেনীয় ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করেন। ২৭ মে ঐতিহাসিক সেই বিদ্রোহ পরাজয়ের মাধ্যমে শেষ হয়।

১৯২৭ – চার্লস লিন্ডবার্গের একক উড়ান:
আমেরিকান বৈমানিক চার্লস লিন্ডবার্গ আজকের দিনে নিউইয়র্ক থেকে ফ্রান্সের প্যারিসগামী একক ননস্টপ উড়ান শুরু করেন, যা ইতিহাসে প্রথম আটলান্টিক পার হওয়া একক বিমানযাত্রা হিসেবে খ্যাত।

১৯৩০ – নিউইয়র্কের সর্বোচ্চ ভবনের উদ্বোধন:
১০৪৬ ফুট উঁচু এই ভবনটি (পরবর্তীতে ‘ক্রাইসলার বিল্ডিং’ নামে পরিচিত) সে সময়ে মানুষের তৈরি সর্বোচ্চ কাঠামো ছিল। এটি যুক্তরাষ্ট্রের স্থাপত্যশিল্পের গৌরবজনক প্রতীক হয়ে ওঠে।

১৯৩২ – রমাঁ রল্যাঁ ও অঁরি বারব্যুসের যুদ্ধবিরোধী উদ্যোগ:
দুই বিখ্যাত সাহিত্যিক ও মানবতাবাদী আন্তর্জাতিক শান্তি ও যুদ্ধবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন। তাঁরা বিশ্বকে যুদ্ধের বিপর্যয় থেকে রক্ষা করতে আহ্বান জানান।

১৯৫২ – ইউরোপীয় প্রতিরক্ষা গোষ্ঠীর সৃষ্টি:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ইউরোপীয় দেশগুলো প্রতিরক্ষায় ঐক্যবদ্ধ হতে একটি জোট গঠন করে, যা পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা কাঠামোর ভিত্তি তৈরি করে।

১৯৭২ – সল্ট-১ চুক্তি স্বাক্ষর:
সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত অস্ত্র হ্রাসের লক্ষ্যে ‘Strategic Arms Limitation Talks’ (SALT-1) নামে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে। এটি শীতল যুদ্ধকালে অস্ত্রনিয়ন্ত্রণের এক বড় পদক্ষেপ।

১৯৮৯ – মিয়ানমারের নাম ও রাজধানী পরিবর্তন:
সামরিক শাসনের অধীনে বার্মা নাম পরিবর্তন করে রাখা হয় ‘দ্য ইউনিয়ন অব মায়ানমার’। একই সঙ্গে রাজধানীর নাম রেঙ্গুন থেকে পরিবর্তন করে ইয়াঙ্গুন রাখা হয়।

২০০৬ – ইন্দোনেশিয়ায় বিধ্বংসী ভূমিকম্প:
ভোর ৫টা ৫৩ মিনিটে ইওগাকার্তায় আঘাত হানা জাভা দ্বীপের এই ভূমিকম্পে প্রাণ হারান অন্তত ৬ হাজার ৬০০ মানুষ। এটি ছিল অঞ্চলটির ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।

ইতিহাসের এই ঘটনাগুলো শুধুই পুরনো দিনের স্মৃতি নয়, বরং আজকের দুনিয়াকে গড়ে তোলার ভিত্তি। সমাজকাল ইতিহাসচর্চার এই ধারাবাহিকতায় প্রতিদিন স্মরণ করে সময়ের শিক্ষা।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn