১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ট্রাম্প

ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলা : ট্রাম্প বললেন ‘পুতিন উন্মাদ হয়ে গেছেন’

ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলা : ট্রাম্প বললেন ‘পুতিন উন্মাদ হয়ে গেছেন’। রাশিয়ার ইউক্রেন হামলাকে ‘সর্ববৃহৎ’ বলে অভিহিত করে পুতিনকে ‘উন্মাদ’ বললেন ট্রাম্প। রাশিয়ার ৩৬৭টি ড্রোন ও মিসাইল হামলায় নিহত অন্তত ১২, ক্ষুব্ধ জেলেনস্কির ওপরও কড়া মন্তব্য ট্রাম্পের।

সমাজকাল ডেস্ক :

ইউক্রেনের ওপর রাশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় আকাশ হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘উন্মাদ’ বলে মন্তব্য করেছেন। রবিবার (২৫ মে) রাতে নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “তার কী হয়েছে? তিনি অনেক মানুষ হত্যা করছেন।”

ট্রাম্প আরও বলেন, “আমি পুতিনকে অনেক দিন ধরে চিনি। সব সময় তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কিন্তু এখন সে শহরে রকেট ছুড়ছে এবং নিরীহ মানুষ হত্যা করছে—এটা আমার একদম পছন্দ নয়।”

পরবর্তীতে নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি আরও স্পষ্ট করে বলেন, “পুতিন সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছেন।”

‘পুরো ইউক্রেন চায় পুতিন’

ট্রাম্প আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমি সব সময়ই বলেছি, সে (পুতিন) পুরো ইউক্রেন চাইছে—শুধু একটি অংশ নয়। এবং সেটাই হয়তো এখন সত্য প্রমাণিত হচ্ছে। তবে যদি সে পুরো ইউক্রেন দখল করতে চায়, সেটাই হবে রাশিয়ার পতনের কারণ।”

জেলেনস্কির বক্তব্য নিয়েও ক্ষোভ

রাশিয়ার ভয়াবহ হামলার পর যুক্তরাষ্ট্রের নীরবতাকে দায়ী করে কঠোর মন্তব্য করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি ওয়াশিংটনকে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান। এ নিয়ে প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, “তিনি যেভাবে কথা বলছেন, তাতে নিজের দেশের কোনও উপকার করছেন না।” তিনি আরও বলেন, “তার মুখ থেকে যা কিছু বের হয়, তা শুধু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এটা বন্ধ হওয়া উচিত।”

৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া

রাশিয়ার সাম্প্রতিকতম এই হামলাকে ২০২২ সালের পূর্ণমাত্রার আগ্রাসনের পর এক রাতে সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এক রাতেই রাশিয়া ইউক্রেনের দিকে ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যাতে অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।

সোমবার ভোরেও ইউক্রেনজুড়ে নতুন করে হামলার আশঙ্কায় সতর্কতা সাইরেন বাজে।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn