আমিনুল ইসলাম বুলবুলই বিসিবির নতুন সভাপতি, বিসিবির নতুন সভাপতি হলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক । ফারুক আহমেদের মনোনয়ন বাতিলের পর পরিচালকদের সমর্থনে নির্বাচিত হন তিনি।
ক্রীড়া প্রতিবেদক:
জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বোর্ডের ১৬তম সভাপতি। ফারুক আহমেদের মনোনয়ন বাতিল, পরিচালকদের সমর্থনে নির্বাচিত হলেন সাবেক অধিনায়ক।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করার পরদিনই নাটকীয়ভাবে আমিনুলকে জাতীয় ক্রীড়া পরিষদ (NSC) থেকে পরিচালক মনোনীত করা হয়। এরপর শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় বিসিবির বোর্ড সভায় পরিচালকরা তাঁকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন।
👤 কে এই আমিনুল ইসলাম?
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ আমিনুল ইসলাম। দেশের হয়ে ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে খেলেছেন তিনি। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন তিনি।
২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় যুক্ত হন। পরবর্তীতে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। অবসরের পরেও ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হননি আমিনুল।
তিনি ছিলেন: আইসিসি’র এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার, আইসিসির হাই পারফরম্যান্স কার্যক্রম ও ট্রেনিং এডুকেশনের প্রধান, এসিসি ও আইসিসির গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে দীর্ঘ সময় যুক্ত ছিলেন তিনি।
আগামী মাসে তার আইসিসি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
⚠ কীভাবে গেলেন ফারুক?
২০২৪ সালের আগস্টে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক হিসেবে বিসিবিতে আসেন ফারুক আহমেদ। পরে পরিচালকরা তাঁকে সভাপতি হিসেবে মনোনীত করেন। তবে মাত্র ৯ মাসের মাথায়ই অনাস্থা ও অপসারণের মুখে পড়েন তিনি।
বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফারুকের সঙ্গে বৈঠক করে পদত্যাগের পরামর্শ দেন, তবে ফারুক সাফ জানিয়ে দেন, তিনি পদত্যাগ করবেন না।
এর জবাবে বিসিবির ৮ পরিচালক এনএসসিতে চিঠি দিয়ে ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানান।
রাতেই এনএসসি তার পরিচালক পদ বাতিল করে, যার ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতির পদও হারান তিনি।
কতদিন দায়িত্বে থাকবেন আমিনুল?
২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিসিবির বর্তমান বোর্ডের মেয়াদ। তাই এই সময় পর্যন্তই বিসিবির সভাপতির দায়িত্বে থাকবেন আমিনুল ইসলাম।
🔍 পাঠকের জন্য প্রাসঙ্গিক প্রশ্ন
বিসিবির ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামো কেমন হবে?
জাতীয় দলে পুনর্গঠনে আমিনুল কতটা প্রভাব ফেলবেন?
আইসিসি ও এসিসির অভিজ্ঞতা তিনি বিসিবিতে কীভাবে কাজে লাগাবেন?