অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেন, ‘আমরা একটু চ্যালেঞ্জের মধ্যে আছি’—অর্থনীতি, বাজেট ও আইএমএফ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তিনি।
সমাজকাল প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, “আমরা একটু চ্যালেঞ্জের মধ্যে রয়েছি।” বাজেট ঘোষণার প্রাক্কালে দেশের অর্থনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলায় সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
শুক্রবার ঢাকার ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড ২০২৫-এর জাতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
অর্থ উপদেষ্টা বলেন, “অনেকে আমাদের সমালোচনা করেন—অথর্ব বলেন। সমালোচনা করা যাবে, তবে বাইরে এসব ভালো ইম্প্রেশন দেয় না। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আমরা দেশের সবার মঙ্গলের জন্য কাজ করছি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যথেষ্ট সুনাম রয়েছে।”
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, “অনেক করছাড় নিয়ে আলোচনা হচ্ছে। বাজেটের পরদিন এসব বিষয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। তবে এটা ঠিক, সাধারণ মানুষের জন্য কোন সিদ্ধান্ত নিলে সেটি সামাজিকভাবে গ্রহণযোগ্য হবে কি না—এই ভারসাম্য রক্ষা করা কঠিন। তবে আমরা বলতে পারি, আইএমএফ যেটা চাপিয়ে দিতে চেয়েছিল, সেটা এবার পারিনি। বরং আমরা একটা যৌক্তিক সমাধানে পৌঁছেছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন, ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ, পূবালী ব্যাংকের এমডি মোহাম্মদ আলী।
এই অলিম্পিয়াডে দেশের অর্থনীতি ও নীতিনির্ধারণী বিষয়ে তরুণদের অংশগ্রহণ ও সচেতনতা বাড়ানো লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়।