১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
US-FLAG

আন্তর্জাতিক আদালত ট্রাম্পের শুল্কনীতি আপাতত বহাল, আপিল আদালতের নির্দেশ

আন্তর্জাতিক আদালত ট্রাম্পের শুল্কনীতি আপাতত বহাল, আপিল আদালতের নির্দেশ, মার্কিন আপিল আদালতের আদেশে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি আপাতত বহাল থাকছে। বাণিজ্য আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে এই আদেশ প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সমাজকাল ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘লিবারেশন ডে ট্যারিফ’ নামে পরিচিত নতুন শুল্কনীতি আপাতত বহাল থাকছে। বৃহস্পতিবার (২৯ মে) দেশটির আপিল আদালত এক আদেশে জানান, পুরো আপিল প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের শুল্ক স্থগিতের রায় কার্যকর হবে না।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, আপিল আদালতের রায়ে বাদী পক্ষকে ৫ জুন এবং সরকার পক্ষকে ৯ জুনের মধ্যে তাদের বক্তব্য উপস্থাপনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বুধবার আন্তর্জাতিক বাণিজ্য আদালত জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প সংবিধানবহির্ভূতভাবে শুল্ক আরোপ করেছেন। ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট’ ব্যবহার করে যে শুল্ক আরোপ করা হয়েছে, তা মার্কিন সংবিধান অনুযায়ী কেবল কংগ্রেসের এখতিয়ারভুক্ত।

ট্রাম্প গত এপ্রিলে বহুজাতিক বাণিজ্যে নতুন করে ব্যাপকহারে শুল্ক আরোপ করেন। এই নীতিকে তিনি ‘স্বাধীনতা দিবসের শুল্ক’ হিসেবে অভিহিত করেন। কানাডা, মেক্সিকো ও চীনের মতো দেশের ওপর এসব শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প দাবি করেন, এসব দেশ যুক্তরাষ্ট্রে মাদকদ্রব্য, বিশেষ করে ফেন্টানিল প্রবাহে ভূমিকা রাখছে। তাই তিনি ‘জরুরি ভিত্তিতে’ এই সিদ্ধান্ত নেন।

বাণিজ্য আদালতের সিদ্ধান্তে ট্রাম্পের ক্ষুব্ধ প্রতিক্রিয়া উঠে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, “শুল্ক আরোপে আমাকে নাকি কংগ্রেসের অনুমতি নিতে হবে—এ ধরনের রায় প্রেসিডেন্টের ক্ষমতা ধ্বংস করার শামিল। আমি আশা করি, সর্বোচ্চ আদালত এ রায় পাল্টাবে।”

বিশ্লেষকদের মতে, এই মামলার রায়ের উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা এবং বাণিজ্য নীতিতে হস্তক্ষেপের প্রশ্নে এক গুরুত্বপূর্ণ নজির স্থাপিত হতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn