সমাজ কাল ডেস্ক
আজ বুধবার ঢাকায় যেসব মার্কেট খোলা থাকবে। শহরের প্রতিদিনের ব্যস্ত জীবনযাত্রায় মার্কেট খোলা ও বন্ধ থাকার সময়সূচি অনেকের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। বিশেষ করে অফিস শেষে বা ছুটির দিনে শপিংয়ে বের হওয়ার আগে এটা জানা জরুরি যে কোন মার্কেট আজ খোলা, আর কোনটি বন্ধ।
আজ যেসব মার্কেট খোলা থাকবে
ঢাকার নিম্নোক্ত এলাকাগুলোর অধিকাংশ মার্কেট ও দোকানপাট আজ খোলা থাকবে
- গুলশান, বনানী, মহাখালী
- মতিঝিল, পল্টন, শান্তিনগর, মগবাজার
- মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, আজিমপুর, গুলিস্তান
- চকবাজার, ইসলামপুর, ওয়ারী, যাত্রাবাড়ী
- রামপুরা, খিলগাঁও, বাসাবো, মুগদা, কমলাপুর
- শনির আখড়া, দনিয়া, সানারপাড় এলাকায়
এসব অঞ্চলের দোকানপাট ও শপিং মলগুলো স্বাভাবিক সময়ে খোলা থাকবে।
আধাবেলা বন্ধ থাকবে যেসব মার্কেট:
নিম্নোক্ত এলাকাগুলোর মার্কেটগুলো সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। এরপর খুলবে।
ধানমন্ডি, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, গাউছিয়া, নীলক্ষেত, ফার্মগেট, হাতিরপুল, লালমাটিয়া, কাঁটাবন, সোবহানবাগ, তেজগাঁও ও রায়েরবাজার।
উল্লেখযোগ্য মার্কেটসমূহ:
- নিউ মার্কেট
- গাউছিয়া মার্কেট
- চাঁদনি চক
- বসুন্ধরা সিটি
- রাপা প্লাজা
- রাইফেল স্কয়ার
- ইস্টার্ন প্লাজা
পুরো দিন বন্ধ থাকবে যেসব মার্কেট
নিম্নোক্ত এলাকার শপিং মল ও মার্কেটগুলো আজ পুরো দিন বন্ধ থাকবে:
উত্তরা, খিলখেত, কুড়িল, নিকুঞ্জ, বাড্ডা, বারিধারা, শাহজাদপুর, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক সংলগ্ন এলাকা
উল্লেখযোগ্যভাবে বন্ধ থাকবে:
যমুনা ফিউচার পার্ক, রাজলক্ষ্মী কমপ্লেক্স, সুবাস্তু নজরভ্যালি, মান্নান প্লাজা, মাসকাট প্লাজা ও রাজউক কসমো
পরামর্শ:
আপনার পছন্দের মার্কেটে যাওয়ার আগে তাদের অফিশিয়াল ফেসবুক পেজ বা ওয়েবসাইট থেকে হালনাগাদ তথ্য দেখে নেওয়া ভালো। অনেক মার্কেট সময়সূচি হঠাৎ পরিবর্তন করে থাকে।