১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Dhoni

আইপিএল থেকে অবসর নেবেন? ধোনির জবাব : ‘তাহলে তো ২২ বছরেই অবসর নিতে হয়!’

আইপিএল থেকে অবসর নেবেন? ধোনির জবাব : ‘তাহলে তো ২২ বছরেই অবসর নিতে হয়!’ । আইপিএল থেকে অবসর নিয়ে মুখ খুললেন ধোনি। জানালেন, পারফরম্যান্সের কারণে অবসর নিলে অনেকে ২২ বছরেই খেলা ছেড়ে দিত! সমাজকালের বিশ্লেষণে থাকছে ধোনির বক্তব্য ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত।

সমাজকাল ডেস্ক:

চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার আইপিএল ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন—তাও রীতিমতো সমালোচকদের উদ্দেশে ‘খোঁচা’ দিয়ে। আইপিএল ২০২৫-এ সিএসকের বাজে পারফরম্যান্স এবং ব্যক্তিগত ফর্মহীনতার কারণে ধোনিকে নিয়ে নানা জল্পনা চলছিল। তবে রবিবার এক ম্যাচ শেষে ধোনি জানিয়ে দেন, এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন না।

ধোনির বক্তব্য:
“আমার হাতে এখনো ৪-৫ মাস সময় আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তাড়াহুড়ার কিছু নেই। শরীরকে ফিট রাখতে হবে। যদি পারফরম্যান্সের ভিত্তিতে অবসর নিতে হয়, তাহলে তো অনেকে ২২ বছর বয়সেই অবসর নিতে বাধ্য হবে!”

ধোনি জানান, সিএসকের এবারের পারফরম্যান্সে সন্তুষ্ট হওয়ার জায়গা খুব কম। ফিল্ডিংয়ে গাফিলতি থাকলেও শেষ ম্যাচে কিছুটা উন্নতি চোখে পড়েছে। তবে শুরু থেকে যে কৌশলগত ভুল ছিল, তা দলকে ভুগিয়েছে।

পরবর্তী পরিকল্পনা প্রসঙ্গে ধোনি বলেন:
“এখন বাড়ি (রাঁচি) ফিরে গিয়ে বাইক রাইড উপভোগ করবো। বলছি না যে অবসর নিচ্ছি, আবার এটাও বলছি না যে ফিরব না। সময় নিয়ে ভাববো। সৌভাগ্য আছে আমার হাতে—কবে অবসর নেবো, সেটা আমি ঠিক করতে পারি।”

এছাড়াও ধোনি বলেন, দলে রুতুরাজ গায়কোয়াড়ের মতো তরুণ অধিনায়ক আছেন যিনি পরের মৌসুমে আরও দায়িত্ব নিতে প্রস্তুত। একপর্যায়ে মজা করে বলেন, “আমি যে বুড়ো হয়ে গেছি, তা বুঝতে পারি, যখন দেখি আমার পাশে বসা খেলোয়াড় আমার থেকে ২৫ বছর ছোট!”

সিএসকে এবারের আইপিএলে শেষ করেছে পয়েন্ট টেবিলের একেবারে নিচে। ধোনির শেষ ম্যাচে চেন্নাই বড় ব্যবধানে হেরেছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। ফলে অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন বাড়ছে।

ধোনির এমন মন্তব্য শুধুই ক্রিকেটে নয়, কর্মজীবনের নানা পর্যায়ে আত্মবিশ্বাস ও ধৈর্যের মূল্যবোধ তুলে ধরে। তিনি এখনও অবসর শব্দটা উচ্চারণ করেননি, বরং সময় নিয়ে চিন্তা করার বার্তা দিয়েছেন। ক্রিকেট দুনিয়া আপাতত অপেক্ষা করবে—ধোনি ফিরবেন কি না, সেটা জানানোর জন্য।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn