অনলাইন পণ্য কেনাকাটায় খরচ বাড়বে, ২০২৫-২৬ বাজেটে অনলাইন পণ্য বিক্রির কমিশনের ওপর ভ্যাট তিন গুণ বাড়ানো হয়েছে। এর ফলে ডিজিটাল মাধ্যমে পণ্য কিনতে বাড়তে পারে খরচ।
নিজস্ব প্রতিবেদক :
আগামী অর্থবছরে ডিজিটাল মাধ্যমে কেনাকাটায় ব্যয় বাড়তে পারে। কারণ, অনলাইন পণ্য বিক্রিতে কমিশনের ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) তিন গুণ বাড়িয়ে ৫ শতাংশ থেকে ১৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২ জুন) বিকেল ৩টায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন তিনি। এতে অনলাইন পণ্য বিক্রয় খাতে বড় ধরনের পরিবর্তন আসে, যা সরাসরি ভোক্তাদের ব্যয়ে প্রভাব ফেলতে পারে।
অর্থ উপদেষ্টা জানান, কমিশনভিত্তিক অনলাইন বাণিজ্য প্ল্যাটফর্মগুলো থেকে অধিক রাজস্ব আহরণের লক্ষ্যেই এই হার বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ, যেসব প্রতিষ্ঠান পণ্য বিক্রির বিপরীতে কমিশন পায়, তাদের ওপর এই নতুন ভ্যাট হার প্রযোজ্য হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ সিদ্ধান্তের ফলে উদ্যোক্তারা অতিরিক্ত খরচ ভোক্তার ওপর চাপিয়ে দিতে পারেন, যার কারণে ডিজিটাল মার্কেটপ্লেস থেকে পণ্য কেনা আগের চেয়ে ব্যয়বহুল হয়ে উঠতে পারে।
প্রসঙ্গত, চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এবার প্রথমবারের মতো বাজেটের আকার কিছুটা কমিয়ে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।